Who Is Bushra Bibi? তুকতাক জানা স্ত্রীর উপদেশই কাল হল ইমরানের

 Wife Bushra Bibi's advise causes Imran in danger

তুকতাক জানা স্ত্রীর উপদেশই কাল হল ইমরানের

Who is Bushra Bibi
ইমরান খান ও বুশরা বিবি


ইমরান খানের (Imran Khan) তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে (Bushra Bibi) নিয়ে নানা গুঞ্জন পাকিস্তানের রাজনৈতিক মহলে। অনেকেই বিশ্বাস করেন, ইমরানের রাজনৈতিক জীবনে এই টালমাটাল অবস্থার জন্য দায়ী এই বুশরা বিবিই। বুশরা তুকতাক জানেন। সেই তুকতাকেই নির্দিদ্ধায় ভরসা করেছেন একদা প্রগতিশীল ‘কাপ্তান’ ইমরান খান । সেই ভরসাই কাল হল। তাঁর পরামর্শেই ইমরান পাকিস্তানি সেনার সঙ্গে আইএসআই প্রধান নিয়োগ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন। যার পরিণাম ইমরানের পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব নিয়ে অনিশ্চতয়তা। 

কে এই বুশরা বিবি? Who Is Bushra Bibi?

এই প্রশ্নের উত্তর জানতে একটু পিছনে তাকাতে হবে। ইমরান তখন দেশের প্রধানমন্ত্রী নন। বুশরা তখন জ্যোতিষ চর্চা করেন। নাম পিঙ্কি পিরনি (Pinki Pirni)। প্রভাবশালী মহলে ভালোই পরিচিত। তিনি ইমরান এবং তাঁর দল তেহরিক ই ইনসাফ নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। তা মিলে যায়। এরপরেই জ্যোতিষে আস্থা রাখতে শুরু করেন ইমরান। এরপর ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একসময় বুশরাকে বিয়ের প্রস্তাব দেন ইমরান। বুশরার তখন ভরা সংসার। ইমরানকে তাই প্রথমে তাঁর এক বোনকে বিয়ে করতে বলেন। ইমরান রাজি হননি। এরপর এক মেয়েকে বিয়ের জন্য এগিয়ে দেন তিনি। ইমরানের তাতেও রাজি নন। অগত্যা স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদন করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘরনী হয়ে ওঠেন বুশরা। 

Who Is Bushra Bibi?
নিকাহনামায় স্বাক্ষর বুশরার


Who Is Bushra Bibi?
নিকাহনামায় স্বাক্ষর ইমরানের

আসলে বুশরাও একজন শিক্ষিতা মহিলা। শুক্ল দপ্তরের আধিকারিক স্বামী খাওয়ার ফরিদ মানেকার সঙ্গে ঘুরে বেড়ান। একসময় স্বামীর পোস্টিং ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পাকপাত্তান গ্রামে। সেখানেই থাকতেন সুফি সাধক বাবা ফরিদ। দ্বাদশ শতকের এই সুফি সাধকের ভক্তদের সঙ্গে পরিচিত হন বুশরা। এরপরই তিনি তুকতাক শুরু করেন। 

Who Is Bushra Bibi?

অধিকাংশ সময় পর্দানসিন থাকেন বুশরা



৩০ এপ্রিল বুধবার একটি চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন পাকিস্তানের বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। তাঁর কথায় ইমরানের বাড়ির বাইরে টন টন চিকেন পোড়ান হচ্ছে। বুশরার পরামর্শ মেনে গতি বাঁচাতে অবশেষে এই পথই বাছলেন একদা পাকিস্তান দলের কাপ্তান!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ